অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার কলুসা কাউন্টিতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহতের খবর পাওয়া গেছে। গত রবিবার স্থানীয় সময় বেলা সোয়া ১টায় (গ্রিনীজ মান সময় ২০.১৫টা) রিজার্ভেশন রোডের হাইওয়ে ৪৫ এর কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলুসা কাউন্টি শেরিফের কার্যালয় এ খবর জানিয়েছে। জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে হেলিকপ্টারের চারজন যাত্রী আরোহীকে দেখতে পান যাদের ঘটনাস্থলে প্রাণহানি হয়েছে।
এ দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে হেলিকপ্টারে চারযাত্রী ছিলেন। এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলে জানানো হয়েছে।
সেরা টিভি/আকিব