স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হলেই দিতে হবে জরিমানা। এই জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ। একই সঙ্গে টিকা ছাড়া চলাফেরা অপরাধ হিসেবে গণ্য হবে। ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া রাস্তায় বের হলে পেতে হবে শাস্তি। যদিও ২৫ বছরের কম বয়সী সাধারণ মানুষের টিকা গ্রহণের জন্য নিবন্ধনের সুযোগই নেই। সেই সঙ্গে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। পরদিন থেকে সারাদেশে দোকানপাট খুলবে, সীমিত পরিসরে পালাক্রমে যানবাহন চলবে, খুলবে সরকারি-বেসরকারি অফিস।
গতকাল মঙ্গলবার অনলাইনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সরকারের দুই মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ মালেক এসব তথ্য জানান। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের ওই প্রজ্ঞাপনে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানানো হয়েছে।
সেরা টিভি/আকিব