অনলাইন ডেস্ক:
টিকাদানে কোন প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেই। পেশায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধি। তবুও নিজ হাতে করোনাভাইরাসের টিকা এক বৃদ্ধের শরীরে পুশ করে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক।
শনিবার (৭ আগস্ট) দুপুরে, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে নিজ হাতে টিকা পুশ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রশিক্ষণ ছাড়া একজন জনপ্রতিনিধিকে দিয়ে টিকাদান করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে সাংসদ এনামুল হক প্রধান অতিথি থেকে উপজেলার শিকদারীর সালেহা ইমারত মেডিক্যাল সেন্টারে মাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ প্রমুখ।
সেরা টিভি/আকিব