ম্যাচের টার্নিং পয়েন্ট মুস্তাফিজের শেষ ওভার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ম্যাচের টার্নিং পয়েন্ট মুস্তাফিজের শেষ ওভার - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

ম্যাচের টার্নিং পয়েন্ট মুস্তাফিজের শেষ ওভার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক:

১২ বলে ২৩ রান প্রয়োজন। টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত দৃশ্য। আইপিএল, বিপিএল, সিপিএল কিংবা আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ মুহূর্তে এ ধরণের লড়াই খুব জমে উঠতে দেখা যায়। শুধু তাই নয়, এসব ক্ষেত্রে জয়ের পাল্লা ভারি থাকে প্রায় সময় ব্যাটসম্যানের দিকেই।

আজও মিরপুরে তেমন পরিস্থিতি। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ানদের ২৩ রান দরকার ১২ বলে। উইকেটে আছেন ড্যান ক্রিশ্চিয়ান এবং অ্যালেক্স ক্যারে। ক্রিশ্চিয়ান আবার বিশ্বব্যাপি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা টি-টোয়েন্টির ঝানু ক্রিকেটার। এসব পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেয়ার দারুণ দক্ষতা রয়েছে তার। যে কারণে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদাও আকাশছোঁয়া।

রানের ব্যবধান কমিয়ে আনার জন্য শুধুমাত্র দুটি শটই যথেষ্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে অহরহ ঘটে এমন ঘটনা। অস্ট্রেলিয়ানরা হয়তো সে আশাই করেছিল। কিন্তু তাদের হয়তো জানা ছিল না, বিপরীতে যিনি বল হাতে নিয়েছেন তিনি স্লগ ওভারে খুবই ভয়ঙ্কর এক বোলার। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার তার এই স্লগ ওভারের ক্যারিশমাকেই কাজে লাগিয়েছিল বেশ।

শুধু হায়দরাবাদ কেন, মুম্বাই ইন্ডিয়ান্সও একইভাবে তাকে কাজে লাগিয়েছিল। জসপ্রিত বুমরাহ আর বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার মিলে প্রতিপক্ষের ব্যাটসম্যনদের জন্য রীতিমত ত্রাস সৃষ্টি করেছিলেন।

আর এবার বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে তো পড়তেই দিন শেষ অস্ট্রেলিয়ানদের। তারা স্বীকারই করে নিয়েছে, মোস্তাফিজকেই বুঝতে পারছেন না তারা।

কৃপণ মোস্তাফিজের শেষ ওভারই ছিল টার্নিং পয়েন্ট

নাহ! পারেননি ড্যান ক্রিশ্চিয়ান এবং অ্যালেক্স ক্যারেও। যে ওভারটা ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে, সেটা মূলতঃ মোস্তাফিজের করা ইনিংসের ১৯তম ওভারটি। ১২ বলে ২৩ রান প্রয়োজন। মোস্তাফিজের ওভার শেষে অস্ট্রেলিয়ার রিকুইয়ার্ড রান দাঁড়াল ২২। অর্থ্যাৎ ৬ বলে দরকার ২২ রান।

কী কৃপণ মোস্তাফিজ! কঠিন এমন পরিস্থিতিতেই কি না তিনি রান দিলেন কেবল ১টি! ওভারের দ্বিতীয় বলে অ্যালেক্স ক্যারে ১টি রান নিয়েছিলেন। পরের চার বল ড্যান ক্রিশ্চিয়ান শুধু বল ঠেকিয়েই গেলেন। রান নিতে পারলেন না।

অসিরা যদি বলে যে স্লো এবং লো ট্র্যাক তৈরি করে তাদেরকে হারিয়েছে বাংলাদেশ, তাহলে মোস্তাফিজের বলকে কী বলবে তারা? মোস্তাফিজ তো আর স্পিনার নন। শেষ মুহূর্তের সেই কঠিন পরিস্থিতিতে মোস্তাফিজকেই তারা সামলাতে পারেনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো এক ওভার থেকে নিলো কেবল ১ রান।

মোস্তাফিজকে কোনো উইকেট দেবে না- এই ধনুর্ভঙ্গ পণ করেই হয়তো মাঠে নেমেছিল অস্ট্রেলিয়ানরা। সে কারণে কাটার মাস্টারের নামের পাশে উইকেটসংখ্যা শূন্য। কিন্তু তাতে কি! আসল কাজটিই তো করে দিয়েছেন তিনি। পুরো ৪ ওভার বল করে রান দিলেন কেবল ৯টি। একটি বাউন্ডারি কিংবা ছক্কা পর্যন্ত মারতে পারেনি তার বল থেকে।

পরের ওপর শেখ মাহদিও কৃপণতার পরিচয় দিলেন। প্রথম বলে হয়তো ছক্কা মেরে ঘাবড়ে দিতে চেয়েছিলেন অ্যালেক্স ক্যারে। কিন্তু শেষ ৫ বলে নিজের জাত ছিনিয়ে দিলেন মাহদি। সুতরাং, জয়টাও চলে এলো অনায়াসে। যেখানে মূলতঃ টার্নিং পয়েন্টই ছিল মোস্তাফজের ১৯তম ওভারে মাত্র ১ রান দেয়ার ঘটনা।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360