লাইফস্টাইল ডেস্ক:
সরকার বিধিনিষেধ শিথিল করায় সোমবার (৯ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে। এদিন সকাল ৮টা থেকে কাউন্টার খুলবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, ‘সোমবার (আজ) সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।’ রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহণ/যানবাহন চলাচল করতে পারবে। ইতোমধ্যে আগামী বুধবার থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, আসন পূর্ণ করেই সব ট্রেন চলবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সরকার ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করায় সেদিন থেকে বাংলাদেশ রেলওয়ে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ শিথিলের সময় ৫৭ জোড়া ট্রেন চলাচল করে। তখন অর্ধেক আসন ফাঁকা রেখে সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হয়নি। গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যতবারই শিথিল করা হয়েছে, তখন গণপরিবহণ চালু করা হয় অর্ধেক আসন ফাঁকা রেখে। কিন্তু এবার শতভাগ যাত্রী নিয়েই ট্রেনসহ গণপরিবহণ চালুর সিদ্ধান্ত দিয়েছে সরকার।
সেরা টিভি/আকিব