অনলাইন ডেস্ক:
চার বছরের ফুটফুটে শিশু রামিন। যে দেহটাতে এখন শিশুসুলভ ছটফটে ভাব থাকবে, সেখানে দানা বেঁধেছে ক্যান্সার। ভারতে চিকিৎসাধীন আছে সে। ইতোমধ্যে তার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। আগামী ২০ আগস্টের মধ্যে তার অস্ত্রোপচারের জন্যে ৭ লাখ টাকা জমা দিতে হবে। এ পর্যায়ে এসে সবার কাছে সহায়তা চেয়েছেন অসহায় মা। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সিরাজপুরে গ্রামের তাদের বাড়ি। তার মায়ের পোস্টটা তুলে দেওয়া হলো।
‘আমার ছেলেটাকে আপনারা সাহায্য করেন। অনেক টাকার দরকার। অ্যাড্রেনাল ক্যান্সারের (Neuroblastoma) চিকিৎসায় মুম্বাইয়ের টাটা মেমরিয়াল হাসপাতালে আজ অনেক দিন ভর্তি। সামনের ২০ আগস্টের মধ্যে সাত লক্ষ টাকা জমা দিতে হবে সার্জারির জন্য। হাতে যা ছিল সব শেষ। আপনারা প্লিজ সাহায্য করেন। কিছু না কিছু পাঠান, পাঁচ টাকা হলেও পাঠান।
রামিন, বয়স -৪।
বিকাশ ও নগদ নম্বর: কুলসুম আরা বেগম – 01677611898 (পার্সোনাল)
বিকাশ ও নগদ নম্বর: আলা উদ্দিন – 01728599456 (পার্সোনাল)
নগদ ও বিকাশ: 01894858082 (Personal)
রামিনের আম্মুর (ফারজানা ইয়াসমিন বিজলী) হোয়াটসঅ্যাপ ভারতীয় নম্বর- 919335569531।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- কুলসুম আরা বেগম- 3802601011434 ( সোনালী ব্যাংক, বসুরহাট শাখা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী)।’
সেরা টিভি/আকিব