অলরাউন্ডারের শীর্ষে সাকিব, সেরা দশে কাটার মাস্টার মোস্তাফিজ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অলরাউন্ডারের শীর্ষে সাকিব, সেরা দশে কাটার মাস্টার মোস্তাফিজ - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

অলরাউন্ডারের শীর্ষে সাকিব, সেরা দশে কাটার মাস্টার মোস্তাফিজ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা স্বপ্নের মতো সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। এই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে বল হাতে অজি ব্যাটসম্যানদের রীতিমতো কোণঠাসা করে রেখেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার ইতোমধ্যে পেয়ে গেলেন তারা।

ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা(আইসিসি) সম্প্রতি র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। আর তাতে অলরাউন্ডারের শীর্ষে উঠে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এতদিন এক নম্বর র‌্যাঙ্কিংয়ের ছিলেন আফগান তারকা মোহাম্মদ নবী।

সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে ১১৪ রান রান তুলেন সাকিব। সর্বোচ্চ সংগ্রহকারীর তালিকায় ছিলেন দুই নম্বরেই। আর বল হাতে উইকেট নিয়েছেন মোট সাতটি। তাতেই বেড়েছে ব্যাক্তিগত রেটিং। এখন সাকিবের অলরাউন্ডার রেটিং ২৮৬। সেখানে নবীর রেটিং ২৮৫।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেন সাকিব। একইসঙ্গে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে একশ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এই ফরম্যাটে ব্যাটিংয়ে এক হাজার রান ও একশ উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, যা নেই আর কারোর।

এদিকে হাতে এবার নতুন মোস্তাফিজকে দেখেছে ক্রিকেটবিশ্ব। কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট নেয়ার ক্ষেত্রে ছিলেন ধারাবাহিক। বল হাতে ৫ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৭টি। আর তাতেই একধাপে এগিয়েছেন ২০ ধাপ। এর আগে তার র‌্যাঙ্কিং ছিল ৩০।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360