স্টাফ রিপোর্টার:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের দেহে। এ নিয়ে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জনের। এতে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২২.৪৬ শতাংশে।
সেরা টিভি/আকিব