ফিফা র‍্যাংকিংয়ে ৪ ধাপ পেছাল বাংলাদেশ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ফিফা র‍্যাংকিংয়ে ৪ ধাপ পেছাল বাংলাদেশ - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে ৪ ধাপ পেছাল বাংলাদেশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক:

সর্বশেষ তিনমাস র‌্যাংকিং আপডেট করেনি ফিফা। তিনমাস পর কোপা আমেরিকা, ইউরো কাপ- সব মিলিয়ে র‌্যাংকিং আপডেট করলো তারা। ফিফা রেংঙ্কিংয়ে চার ধাপ অবনতি বাংলাদেশের।

তবে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। র‌্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৮৪ থেকে নেমে ১৮৮তে অবস্থান করছে বাংলাদেশ।

অথচ, ভুটানের মত দেশও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ আজ (বৃহস্পতিবার) প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ঠিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯।

সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত রেংঙ্কিংয়ের চিত্রে এই অবনতি জামাল ভুইয়াদের। এছাড়া শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে বেলজিয়ামের, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল, চারে যথারিতী ইংল্যান্ড।

রেঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপার শিরোপাধারী আর্জেন্টিনার। পাঁচে উঠে আসা ইতালির পরই রয়েছে আর্জেন্টিনা, সাতে নেমেছে স্পেন আর আটে পর্তুগাল। ৯ম এবং ১০ম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। জার্মানি চলে গেছে ১৬তম স্থানে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360