স্টাফ রিপোর্টার:
দেশে ২৪ ঘণ্টায় ৮,৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত ১৪ লাখ ছাড়াল। এ ছাড়া নতুন করে মারা গেছেন ১৯৭ জন। ফলে টানা ১৯ দিন পর মৃত্যু দুইশোর নিচে নামল। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮১০ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনা শনাক্ত হয় ১০ হাজার ১২৬ জনের। আর সেদিন মারা যান ২১৫ জন।
সেরা টিভি/আকিব