ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানে শুরু হয়েছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আফগান গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আর অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে নাম এসেছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমদ জালালির। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
৮১ বছর বয়সী জালালি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানিতে আফগান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। তার জন্ম কাবুলে। ১৯৮৭ সাল থেকে তিনি আমেরিকার মেরিল্যান্ডে বসবাস করেন। ২০০৩ সালে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন জালালি। ২০০৫ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। তিনি সেনাবাহিনীর সাবেক কর্নেল। এদিকে তালেবানদের দাপটের মুখে কাবুলের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা অনেকটা কেটে গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে হামলা হবে না। কাবুলের মানুষ নিরাপদ থাকবে। তারা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কাজ করছে।
সেরা টিভি/আকিব