না ফেরার দেশে জার্মান কিংবদন্তি গার্ড মুলার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
না ফেরার দেশে জার্মান কিংবদন্তি গার্ড মুলার - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

না ফেরার দেশে জার্মান কিংবদন্তি গার্ড মুলার

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক:

জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন কর্তৃপক্ষ। তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই স্ট্রাইকার ২০১৫ সাল থেকে আলজাইহমের নামের এক রোগে ভুগছিলেন। তিনি এতদিন নিজ বাড়িতেই নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

বায়ার্ন জানায়, রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলার। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয় মুলারকে। পেশাদারি ফুটবল ক্যারিয়ারে তিনি ১৫ বছর কাটিয়েছেন বায়ার্নে। এসময় বাভারিয়ানদের তিনটি ইউরোপিয়ান কাপ জেতাতে সাহায্য করেন।

এছাড়া বায়ার্নের হয়ে ৪টি বুন্দেসলিগাও জেতেন মুলার। হয়েছেন জার্মান শীর্ষ ফুটবল লিগের শীর্ষ গোলদাতাও। তিনি ক্লাবটির হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন।

জার্মানি জাতীয় দলের হয়েও কারিশমা দেখিয়েছেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জয়ী ম্যাচে উইনিং গোলটি তারই করা। এছাড়া ১৯৭২ ইউরোর ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেন তিনি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360