স্টাফ রিপোর্টার:
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অধিকাংশদেরই টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বাকি শিক্ষার্থীদের টিকা দিতে পারলেই বিশ্ববিদ্যালয়ে খুলে দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া, করোনা সংক্রমণ পরিস্থিতি উল্লেখযোগ্য মাত্রায় কমে আসলে মাধ্যমিক বিদ্যালয়গুলোও খুলে দেয়ার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। রবিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সেরা টিভি/আকিব