ডেসজ রিপোর্ট:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪৯ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭১৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ হাজার ৯৫৯ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে দাঁড়ালো। আজ সোমবার (১৬ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেরা টিভি/আকিব