গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৯৮ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৯৮ জনের মৃত্যু - Shera TV
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৯৮ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ১৯৮ জনসহ এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭১৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে দাঁড়ালো। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৯০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৫০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯১.৭৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭১ শতাংশ।

১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৪ হাজার ৫৪৭ জনের মধ্যে ১৬ হাজার ১৪৯ জন পুরুষ এবং ৮ হাজার ৩৯৮ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গেল কয়েকদিন করোনায় দৈনিক মৃত ও শনাক্তের সংখ্যা কিছুটা কম থাকলেও আজ আবার তা বেড়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ১৭৪ জনের মৃত্যু ও ৬ হাজার ৯৫৯ নতুন শনাক্তের খবর জানানো হয়। তবে, গতকাল ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়। আর গেল ২৪ ঘন্টায় ৩৯ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে গতকালের তুলনায় বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। এছাড়া গতকালের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ১৫৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৮৭ হাজার ১৫৮ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৬৮ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360