স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পুনর্নির্ধারণ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ভর্তি উপকমিটির এক সভায় পরীক্ষার সময় নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৪ থেকে ৬ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন ৩ শিফটে সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টা ৩০ মিনিট, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
সেরা টিভি/আকিব