স্টাফ রিপোর্টার:
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি। বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়াকে গাড়িতে টিকা দেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
এ সময় সেখানে দলের নেতাকর্মী ভিড় করেন। আগে থেকেই হাসপাতাল ও আশেপাশের এলাকা ঘিরে রাখলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিকার দ্বিতীয় ডোজ নিয়েই খালেদা জিয়া ফিরে যান গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায়।
এর আগে, গত ১৯শে জুলাই একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। গত ১০ই এপ্রিল গুলশানের বাসায় করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯শে জুন বাসায় ফেরেন খালেদা জিয়া।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান। এরপর তার মুক্তির মেয়াদ তিন দফা বাড়ানো হয়।
সেরা টিভি/আকিব