সেরা টেক ডেস্ক:
রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতায় আসতে যাওয়া তালেবানকে ‘বিপজ্জনক সংগঠন’ মনে করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ জন্য নিজেদের প্লাটফর্ম থেকে তালেবানকে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তালেবানের সব ধরনের পোস্টের পাশাপাশি তাদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিবিবির খবরে এ তথ্য জানানো হয়। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি।
ওই মুখপাত্র আরও জানান, আফগানিস্তান বিশেষজ্ঞদের নিয়ে গড়া নিবেদিত একটি দল আছে আমাদের। ওই দলের সদস্যরা স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান রাখে, প্ল্যাটফর্মে আমাদের সমস্যাগুলো শনাক্ত করতে এবং সতর্ক করতে সাহায্য করে থাকে।
গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে করে তালেবান। এরপর প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নিয়েছে তালেবানের শীর্ষ নেতারা। সে দিনই দেশ ছেড়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশটিতে সরকার গঠন করতে কাজ শুরু করেছে তালেবান।
সেরা টিভি/আকিব