স্টাফ রিপোর্টার:
অফারে পণ্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ১১০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক (সিইও) সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক শুনানি নিয়ে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ই-অরেঞ্জের পাঁচ মালিক-পরিচালকের বিরুদ্ধে মামলা করেন তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি। ৩৭ জন গ্রাহকের পক্ষে তিনি এই মামলা করেন।
মামলায় সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমান ছাড়াও আসামি করা হয়েছে আমানুল্লাহ, বিথী আকতার, কাওসার নামের তিনজনকে। সোনিয়া মেহজাবিন প্রতিষ্ঠানটির সিইও। তার স্বামী মাসুকুর রহমানও প্রতিষ্ঠানপ্ল্যানটির অন্যতম মালিক।
সেরা টিভি/আকিব