ইন্টারন্যাশনাল ডেস্ক:
দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সম্প্রতি গত ৬ মাসের মধ্যে প্রথম কারো কোভিড ধরা পরে দেশটিতে। এরপরই এই লকডাউন জারি করা হয়। দেশটির অকল্যান্ড এলাকায় এই শনাক্তের ঘটনা ঘটেছে। এই এলাকা এক সপ্তাহের জন্য লকডাউনের অধীনে থাকবে। তবে পুরো দেশে তিন দিন লকডাউন জারি থাকবে। এ খবর দিয়েছে বিবিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যাক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। নিউজিল্যান্ডের মাত্র ২০ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছে।
সন্ধ্যা ঘনিয়ে এলেই সাজগোজ করে বের হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী ওই আক্রান্ত ব্যাক্তি করোমান্ডেল নামের একটি সমুদ্রতীরবর্তী শহরে ভ্রমণ করেছিলেন। ওই শহরটিকেও ৭ দিনের লকডাউনে রাখা হবে। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন বলেন, এই সময় স্কুল, অফিস ও সব ব্যবসা বন্ধ থাকবে। শুধু প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।
আক্রান্ত ওই ব্যাক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে তিনি কোভিড আক্রান্ত হয়ে আছেন। এরইমধ্যে সংক্রমণের ২৩টি সম্ভাব্য এলাকা চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
সেরা টিভি/আকিব