প্রথম গেমিং জিপিইউ আনছে ইন্টেল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
প্রথম গেমিং জিপিইউ আনছে ইন্টেল - Shera TV
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রথম গেমিং জিপিইউ আনছে ইন্টেল

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

সেরা টেক ডেস্ক:
চিপ নির্মাতা বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টেল তাদের উচ্চ কার্যকারিতা সম্পন্ন কনজ্যুমার গ্রাফিক্স পণ্যের নাম ঠিক করেছে ‘ইন্টেল আর্ক’। এ ব্র্যান্ডিংয়ের আওতায় উচ্চমানের গ্রাফিক্স কার্ডের হার্ডওয়্যার, সফটওয়্যারের পাশাপাশি সেবাও প্রদান করা হবে। খবর এনগ্যাজেট। আলকেমিস্ট নামের প্রথম আর্ক জিপিইউটি আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসবে। এনভিডিয়া ও এএমডিকে টেক্কা দিতে এ জিপিইউ ডেস্কটপ ও ল্যাপটপের জন্য উন্মুক্ত করা হবে। এরই মধ্যে ইন্টেল পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যারের কোড নেমও প্রকাশ করেছে। এগুলো হলো-ব্যাটলমেজ, সেলেস্টিয়াল এবং ড্রুইড। আলকেমিস্ট জিপিইউ হার্ডওয়্যারভিত্তিক রে ট্রেসিং, মেশ শেডিং, ভেরিয়েবল রেট শেডিং এবং ডিরেক্ট১২ এক্স আলটিমেট সমর্থন করবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত সুপার স্যাম্পলিং করলেও সমর্থ হবে। চলতি বছরের শেষের দিকে প্রথম আর্ক পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরবে গুগল। ইতোমধ্যে পণ্যটির একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টেল।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360