স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। পৌঁছেই দুপুরে তিনদিনের জন্য রুম কোয়ারেন্টিনে ঢুকবে তারা। এদিকে পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন এদিন। সকালে ঢাকায় ফিরে যোগ দিবেন হোটেলে কোয়ারেন্টিনে থাকা টিম বাংলাদেশের সঙ্গে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। এসেই তিনি সরাসরি হোটেলে চলে যাবেন। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।’
জিম্বাবুয়ে সফর থেকে প্রায় দুই মাস পরিবারের কাছে থাকতে পারেননি টাইগার ক্রিকেটাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ পর আসে সেই উপলক্ষ। এক সপ্তাহের জন্য ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটাতে যান। অজিদের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে যান সাকিব আল হাসান। কেউ কেউ ঢাকার বাইরে না গিয়ে অনুশীলন চালিয়ে যান।
এদিকে, মঙ্গলবার বাংলাদেশ দল ও নিউজিল্যান্ড দল এবং খেলা পরিচালনার জন্য যারা আছেন তারা সবাই তিনদিনের রুম কোয়ারেন্টাইন করবেন। হোটেলে এই তিনদিন দুই দফা পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে ২৭ তারিখ থেকে তারা বায়ো-বাবলের বাইরে আসতে পারবেন। অনুশীলন ও অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের বিপক্ষে লড়বে টাইগাররা। সিরিজটির পরের ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। তবে সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবেন না সফরকারীরা।
সেরা টিভি/আকিব