স্পোর্টস ডেস্ক:
ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে নতুন খবর, ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে পিএসজির কাছে ১৬ কোটি ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকার জন্য ২০ কোটি ইউরো পর্যন্ত খরচ করতে চায় লস ব্ল্যাঙ্কোরা। পিএসজি রাজি হয়ে গেলে শৈশবের স্বপ্নের ক্লাবে খেলার সুযোগ পাবেন এমবাপ্পে।
মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার পর দলবদলের উত্তেজনা কি শেষ হয়ে গেছে? না, দৃশ্যপটে এসে গেছেন কিলিয়ান এমবাপ্পে। যারা ভেবেছিলেন, মেসি-নেইমারের অনুরোধে এই বছর পিএসজিতে থেকে যাবেন ফরাসি মেগাস্টার। তাদের চোখে শর্ষে ফুল দেখার সময় এসে গেছে।
এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টায় কমতি ছিলো না পিএসজির। কিন্তু ফরাসি তারকা যে ক্লাব ছাড়তে ব্যাকুল হয়ে উঠেছেন। তা দেখে পিএসজিও কমিয়ে দিয়েছে আগ্রহ। সিদ্ধান্ত নিয়েছে, চুক্তির মেয়াদ শেষে এমবাপ্পেকে ফ্রি-তে না বেঁচে পছন্দমতো প্রস্তাব পেলে ছেড়ে দেওয়ার।
পিএসজির সেই সিদ্ধান্তটাই পছন্দ হয়ে গেল রিয়াল মাদ্রিদের। ফরাসি সংবাদমাধ্যম ও দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিকরা জানিয়েছেন, এমবাপ্পের জন্য পিএসজির কাছে ১৬ কোটি ইউরোর এক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের সঙ্গে ব্যক্তিগত বেতনাদি নিয়ে ঐকমত্যে পৌছেছেন এমবাপ্পেও, এমনটাই জানিয়েছে লা পারিসিয়েন।
এমবাপ্পেকে রিয়ালে পাঠানোর ব্যাপারটা শুধুই টাকার খেলা নয়, বড় ক্লাবগুলোর মনস্তাত্ত্বিক লড়াইও। সেই লড়াইয়ের প্রথম অঙ্কে হার মানবে কেন পিএসজি! তাই স্প্যানিশ ক্লাবের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। অঙ্ক বাড়িয়ে এমবাপ্পের জন্য তাই ২০ কোটি ইউরো খরচ করতেও পিছপা হবে না রিয়াল।
শৈশবের স্বপ্ন ছিলো রিয়াল মাদ্রিদে খেলবেন। এতদিন তাই পিএসজি ছাড়ছি, ছাড়বো বলে মিডিয়া গরম করে রেখেছেন এমবাপ্পে। এবার সত্যি সত্যিই স্বপ্নের ক্লাবে যাওয়ার সুযোগ পেয়ে গেছেন।
সেরা টিভি/আকিব