স্টাফ রিপোর্টার:
করোনাকালীন নানা জনহিতকর কাজের জন্য দেশব্যাপী পরিচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকদুসুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন সাঈদা শিউলী নামে এক নারী।
এর আগে এই নারী নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছিলেন। শিউলীর ওই মামলায় খোরশেদ কয়েক দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান। এর পরই বুধবার ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করলেন। শিউলী এর আগেও তিনটি বিয়ে করেছেন। কাউন্সিলর খোরশেদকেও তিনি স্বামী দাবি করেন। তবে এর সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাউন্সিলর খোরশেদ দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। এগুলো তারই বহিঃপ্রকাশ। তিনি আইনিভাবেই মামলা মোকাবিলা করার কথা জানান।
সেরা টিভি/আকিব