নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার - Shera TV
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

বুধবার (২৫ আগস্ট), গাজীপুর জেলার গাছার শরীফপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শরীফুল ইসলাম (১৯) বগুড়ার নন্দীগ্রাম থানাধীন পণ্ডিতপুকুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানায়, আটককৃত আসামি আনসারুল্লাহ বাংলা টিম এর সক্রিয় সদস্য মো: পারভেজ এর অন্যতম সহযোগী হিসেবে একসাথে উগ্রপন্থী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এটিইউর অভিযানে মো. পারভেজ কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার হওয়ায় সে অবস্থান পরিবর্তন করে এবং পুরানো ও নতুন সদস্যদের সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. শরীফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন উগ্রপন্থী কন্টেন্ট, সাংগঠনিক আলাপ-আলোচনা ও পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশটের প্রিন্ট কপি ডিজিটাল এভিডেন্স হিসাবে জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত মো. শরিফুল ইসলাম সোশ্যাল মিডিয়া ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের জঙ্গিবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ ও প্রশিক্ষণ গ্রহণ করার পরিকল্পনা করে আসছিলো। আসামি ও তার সহযোগীগণ ইতিপূর্বে গ্রেপ্তারকৃত এবিটি সদস্য মো: পারভেজ এর সাথে সম্পৃক্ত থেকে রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জননিরাপত্তা বিপন্ন ও জনমনে আতংক সৃষ্টির পরিকল্পনা করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360