স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশান এলাকার ১২৮ নম্বর সড়কের একটি বাসা থেকে ১৪৯ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রোর উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, আটকদের মধ্যে একজনের নাম ফয়সাল। তিনি কামাল রিয়েল এস্টেটের মালিকের ছেলে। তিনি আরও জানান, গুলশান এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা দীর্ঘ দিন আশপাশের এলাকায় মদ সরবরাহ করে আসছিল। এসময় দু’টি গাড়িও জব্দ করা হয়। আটক অন্য দুইজন গাড়িচালক।
সেরা টিভি/আকিব