স্টাফ রিপোর্টার:
জিয়ার লাশ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত সত্য প্রকাশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।
আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যার পটভুমি তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কাঠের বাক্সে জিয়ার লাশ ছিল না।
সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন,’প্রমাণ করেন, আমি চ্যালেঞ্জ করছি, ওই কাঠের বাক্সে জিয়ার লাশ ছিলো না। একটা কাঠের বাক্স এসেছিল, সেই কাঠের বাক্সটি দাফন করা হয়েছিলো মাত্র। কাজেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানে কোন লাশ আছে বলে আমরা মনে করি না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিথ্যার বেসাতি দিয়ে রাজনীতি চলবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,’চট্টগ্রাম থেকে ঢাকায় দাফন করা পর্যন্ত মির্জা ফখরুল জিয়াউর রাহমানের লাশের একটি ছবিও দেখাতে পারবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের কাউন্টার দিতে গিয়ে মির্জা ফকরুল আপনি আবোল তাবোল বকলেন! মিথ্যার বেশাতি দিয়ে বেশি দিন চলবে না।’
আফগানিস্তানে ক্ষমতার পালাবদলে যারা উল্লসিত হচ্ছেন, তাদের বিষয়ে তরুণ সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সেরা টিভি/আকিব