আড়াই মাস পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
আড়াই মাস পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু - Shera TV
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

আড়াই মাস পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:

দেশে করোনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গত আড়াই মাস পর সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৬শে জুন ৭৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট প্রাণহানি ২৫ হাজার ৯শ’২৬। নতুন শনাক্ত ৩ হাজার ৪শ’ ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১শ’ ২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে; শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ১৩ দশমিক ছয় সাত শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫শ’ ৮৯ জন। এছাড়া, মোট সুস্থের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২শ ৩১ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ছয় এক। অন্যদিকে মৃত্যুহার এক দশমিক সাত চার।

এদিকে সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২১, খুলনায় ৯ ও সিলেটে ৬ জন মারা গেছেন। এছাড়া বরিশালে ৪ জন, রংপুরে ৩, রাজশাহী ১ ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360