সেরা টেক ডেস্ক:
মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘মাইক্রোসফট ৩৬৫’ সফটওয়্যার বান্ডেলের দাম বাড়াবে মাইক্রোসফট করপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফটওয়্যার বান্ডলটির দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। ‘টিমস’ এবং ‘আউটলুক’-এর মতো জনপ্রিয় অ্যাপগুলো মাইক্রোসফট ৩৬৫-এরই অংশ। দাম বাড়ানোর পদক্ষেপ ছয় মাসের মধ্যে কার্যকর হবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে মাইক্রোসফট। ৩৬৫ বান্ডেলে একসঙ্গে পাওয়া যায়, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, ওয়াননোট, ওয়ানড্রাইভ, টিমস ইত্যাদি সফটওয়্যার। সর্বশেষ অর্থবছরে এ সফটওয়্যার বান্ডেলের বিক্রি থেকে এসেছে পাঁচ হাজার ৩৯০ কোটি ডলার। যা ওই বছরে মাইক্রোসফটের ১৬ হাজার আটশ’ কোটি ডলারের মোট বিক্রির প্রায় এক তৃতীয়াংশ।
দাম বৃদ্ধির প্রভাব পড়বে সফটওয়্যার বান্ডেলটির বাণিজ্যিক গ্রাহকদের ওপর। মাইক্রোসফট প্রায় এক দশক আগে নিয়ে এসেছিল সেবাটি। মাইক্রোসফট ৩৬৫-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পাটারো জানিয়েছেন, যাত্রা শুরু করার পর থেকে দুই ডজন অ্যাপ যোগ করা হয়েছে এই স্যুটে। ‘আমরা আমাদের গ্রাহকদের গত দশ বছর ধরে যে বর্ধিত মান দিয়ে আসছি, সেটাই উঠে আসছে আপডেটেড দামে’, বলেছেন স্পাটারো।
সেরা টিভি/আকিব