স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটের সঙ্গে খেলেছে টিম-বাংলাদেশ। টাইগার বোলাদের সামনে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি অজিরা। যার ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এই সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরেছিলেন তিনি। প্রমাণ দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এতে নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এই উইকেটকিপারে আস্থা রেখেছে নির্বাচকরা।
শুক্রবার অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে সোহান জানান, ‘অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম। আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। আমরা টিম হিসেবে যদি খেলতে পারি তাহলে আমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে।’ সোহান আরও বলেন, ‘আমার যেহেতু ওডিআই ও টেস্ট ডেবু নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছে, অবশ্যই চেষ্টা করবো নিজের পারফরমেন্সটা শতভাগ দিতে।’
দলের বোলিং ইউনিট নিয়ে তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ তো অসাধারণ। আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরিফুল খুবই ভালো সাপোর্ট দিয়েছে। মেহেদী খুব ভালো বোলিং করেছে। সত্যি কথা বলতে আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি এটা অনেক ইম্পরট্যান্ট এবং এটা যদি কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করব।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজন মেটানোতেই স্বার্থকতা দেখছেন সোহান। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ৫০ বা ১০০ করে যদি টিম হেরে যায় এটার থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করা ইম্পরট্যান্ট। সেটা ৫ কিংবা ১০রান হোক না কেন, যেটা টিমের জন্য উপকার হয়।’
দলের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সোহান জানান, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এখন খুব ভালো একটা পরিবেশ আছে। আমরা ১৫-২০ জন বা যে কয়জনই থাকি, তারা সবাই চায় মাঠে যে ১১ জন খেলছে সবাই যেন ভালো করে। সবাই সবাইকে খুব সহায়তা করে, সাপোর্ট করে। দল হিসেবে ভালো করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’
সেরা টিভি/আকিব