আফগানিস্তান ছেড়ে দেশের পথে ১২ বাংলাদেশি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আফগানিস্তান ছেড়ে দেশের পথে ১২ বাংলাদেশি - Shera TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তান ছেড়ে দেশের পথে ১২ বাংলাদেশি

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাবুল বিমানবন্দর থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় ১২ বাংলাদেশি ইতিমধ্যে আফগানিস্তান ছেড়েছেন। শনিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইতিমধ্যে ১২ বাংলাদেশি আফগানিস্তান থেকে নিরাপদে বের হয়ে গিয়েছে। এর মধ্যে ছয় বাংলাদেশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ১৬০ শিক্ষার্থীর সঙ্গে গতকাল শুক্রবার আফগানিস্তান ছেড়েছেন। আর আরও ছয় বাংলাদেশি শনিবার দুপুরে কাবুল ছেড়েছেন। তারা কাতার হয়ে পরে বাংলাদেশে ফেরত আসবেন। আরও তিন বাংলাদেশি সেখানে রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

তিনি বলেন, আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগানিস্তানে আটকে পড়া ১২ জন বাংলাদেশি কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের তত্বাবধানে রয়েছে। শিগগিরই তারা একটি চার্টার ফ্লাইটে বাংলাদেশে উদ্দেশ্য রওনা দেবে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি দেশটির লোকজনও দেশ ছাড়ছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360