কি আছে রিয়েলমির ল্যাপটপে? - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কি আছে রিয়েলমির ল্যাপটপে? - Shera TV
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

কি আছে রিয়েলমির ল্যাপটপে?

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

সেরা টেক ডেস্ক:

ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি উন্নত ‘১+৫+টি’ কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে এবং ৫জি পণ্যের একটি বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। নতুন এ কৌশলের অংশ হিসেবে রিয়েলমি এবার বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’।

রিয়েলমি বুক স্লিমে রয়েছে এই প্রাইজ রেঞ্জের মধ্যে একমাত্র ১৪ ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে ও ৩:২ স্ক্রিন রেশিও। কর্নিং গরিলা ও অলিওফোবিক আবরণ থাকায় এ ল্যাপটপে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। এই ল্যাপটপের ন্যানো-এজ ডিজাইনের সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্ট উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এর উচ্চ রেজ্যুলশন (২১৬০×১৪৪০) ক্ষমতা থাকায় ব্যবহারকারীরা এ ল্যাপটপে পরিপূর্ণ ও নিখুঁতভাবে যে কোনো ছবি, দৃশ্য ও রঙ স্পষ্টভাবে দেখতে পারবেন।

ফুল মেটালবডির চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইনের রিয়েলমি বুক স্লিম মাত্র ১৪.৯ মিলিমিটার পুরু ও ওজন মাত্র ১.৩৮ কিলোগ্রাম। ওজনে অনেক হালকা হওয়ায় ল্যাপটপটি যে কোনো জায়গায় অনায়াসে বহন করা যাবে। ল্যাপটপের বাইরের অংশে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ও মিরর লোগো ডিজাইন দিয়ে তৈরি। আলট্রা স্লিম অসাধারণ ডিজাইনের এ ল্যাপটপ দেখতে খুবই দৃষ্টিনন্দন।

১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর ও ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাক-আপ। ১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর সম্বলিত রিয়েলমি বুক স্লিমে রয়েছে ইনটেল আইরিশ এক্সই গ্রাফিক্স কার্ড। শক্তিশালী প্রযুক্তি ও হার্ডওয়্যারের ফলে রিয়েলমি বুক স্লিম বাজারের অন্যান্য ল্যাপটপের চেয়ে এগিয়ে। ব্যবহারকারীরা যে কোনো সৃজনশীল কাজে এ ল্যাপটপ ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। এ ল্যাপটপের প্রসেসর পূর্বের সিঙ্গেল-কোর পারফরম্যান্সের তুলনায় ২৬ শতাংশ ও সিঙ্গেল মাল্টি-কোর পারফরম্যান্সের চেয়ে ৪৫ শতাংশ ভালো ফল দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা সহজেই মাল্টিটাস্ক করতে পারবেন এবং গেম, বিনোদন ও অন্যান্য সৃজনশীল কাজও একই সময়ে উচ্চগতিতে উপভোগ করতে পারবেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360