অনলাইন ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. হাবিবুর রহমান (৩০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মো. শফিকুল ইসলাম। রোববার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাবিবুর রহমান উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ (কিনারআলগী চর) গ্রামের ফজলুল হকের ছেলে।
নিহতের বড় ভাই আরও জানান, তার ছোট ভাই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করতো। গত এক মাস আগে উচ্চ আশা নিয়ে স্ত্রী ও তিন সন্তান রেখে বিদেশে পারি জমান হাবিবুর রহমান। আজ সকালে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে পরিচ্ছন্নের কাজ করার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী কুলসুম (২৮) বলেন, জমাজমি বন্ধক রেখে ৬ লাখ টাকা খরচ করে আমার স্বামী বড় স্বপ্ন নিয়ে বিদেশে যায়। সন্তান-সন্ততি নিয়ে এখন কিভাবে বাঁচব। সব স্বপ্ন মাটিতে মিশে গেলো।
সেরা টিভি/আকিব