স্টাফ রিপোর্টার:
দেশের ইন্টারনেটে এখন প্রতি সেকেন্ডে ব্যবহৃত হচ্ছে ২৬৪৯ জিবি (গিগাবিটস) ব্যান্ডউইথ। সম্প্রতি বাংলাদেশ নতুন এ মাইলফলকে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ২৭ আগস্ট শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মন্ত্রী বলেছেন, ২০০৬ সালের মে মাসে আমাদের প্রথম সাবমেরিন ক্যাবল আসে। ২০০৮ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের ব্যান্ডউইথের ব্যবহার ছিল মাত্র ৮ জিবিপিএস। গতকাল রাত নয়টায় আমরা সর্বোচ্চ ২৬৪৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেছি।
ব্যান্ডউইথ বলতে ডেটা ট্রান্সমিশন স্পিড বোঝায়। সহজ ভাবে, এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এ ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়। এ ব্যান্ডউইথ সাধারণত বিটপার সেকেন্ডে হিসাব করা হয়। তাই ইন্টারনেটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ডাটা ইউনিট ট্র্যান্সমিট হবে এ পরিমাপকে ব্যান্ডউইথ বলা হয়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিবেদন অনুসারে (৩১ জুলাই পর্যন্ত) দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৯ লাখ ৫০ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৯ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৫০ হাজার।
সেরা টিভি/আকিব