বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা রোজিনার স্মৃতিতে এখনও উজ্জ্বল এফডিসি’র সোনালি সময়গুলো। তিনি জানালেন, প্রথম সিনেমায় পারিশ্রমিক হিসেবে ১০ টাকা পেয়েছিলেন। ছয়-সাতটি সিনেমা হিট হওয়ার পরও স্কুটারে যাতায়াত করেছেন এফডিসিতে। নিজের একটা গাড়ি কেনার সামর্থ্য হয়নি তখনও।
কাজের বিনিময়ে পারিশ্রমিককেই গ্রহণ করেছেন। বাইরের জগতের সঙ্গে মিশে অন্যায়ভাবে টাকা কামানোর চিন্তাও করেননি।
বর্তমান সময়ের চলচ্চিত্রাঙ্গনের পরিবেশ-পরিস্থিতি আর অভিনয়শিল্পীদের অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে এমনটাই বললেন চিত্রনায়িকা রোজিনা।
এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোজিনা বলেন, অভিনয়কে ভালোবেসেই চলচ্চিত্রে এসেছি। অভিনয় করাকেই উপার্জনের পথ হিসেবে নিয়েছি। এটা তো আমার কাজ। যত সিনেমায় অভিনয় করব ততো পয়সা পাব। কম হোক আর বেশি হোক। সেখানে যদি কাজের পেছনে না ছুটি, এসেই দু-একটা ছবি করে বাইরের জগতে মিশে কালো টাকা ইনকাম করে ধনী হওয়া, বিলাশবহুল জীবন-যাপন করা…এটা তো একটা শিল্পকে ধ্বংস করা, শিল্পকে অপমান করা। চলচ্চিত্রকে সমাজের কাছে কলুষিত করা। আর আমি মনে করি, এটা কোনো শিল্পীর কাজ নয়।
সেরা টিভি/আকিব