স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ভোর ৬টায়। ঘন্টাখানেক পরেই ব্রাজিল নামবে চিলির মাঠে।
ফুটবলপ্রেমীদের জন্য শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনটা হাজির হবে রোমাঞ্চ নিয়ে। কারণটা ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। তবে কেউ কারো প্রতিপক্ষ নয়, আলাদা দুটো ম্যাচে মাঠে নামবে নেইমার ও মেসি। ঘরের মাঠে কোপার শিরোপা হারের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ব্রাজিল। সেই কষ্ট ভুলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে সেলেসাওরা। তবে মাঠে নামার আগে মোটেও স্বস্তিতে নেই তিতের দল। ব্রাজিল পাচ্ছে না সেরা ১১ জনকে।
করোনা ঝুঁকিতে রেড জোনে থাকা দেশগুলোতে খেলোয়াড় ছাড়বে না ইপিএল। ফলে নয় হাই প্রোফাইল খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল। ম্যালকম আর ক্লাউদিনহোকেও ছাড়পত্র দেয়নি রাশিয়ান ক্লাব জেনিথ।
তবে পূর্ণশক্তির দল না পেলেও চিলির বিপক্ষে এগিয়ে ব্রাজিলই। চলতি বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে তিতের দল। এখন পর্যন্ত ছয়ে ছয় ম্যাচ জেতা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে তালিকার শীর্ষে। এদিকে, নিজেদের শেষ আট ম্যাচে হারেনি চিলিয়ানরাও।
অন্যদিকে, কোপা আমেরিকার শিরোপা উল্লাসের পর মাঠে নামছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঠিক পরেই লিওনেল স্ক্যালোনির দল।
ক্লাব ফুটবলে পিএসজির হয়ে সবশেষ ম্যাচটি শুরু থেকে খেলেননি লিওনেল মেসি। তবে স্কালোনি আভাস দিয়েছেন, বাছাইয়ের তিন ম্যাচেই শুরু থেকে খেলবেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। ইনজুরির কারণে সার্জিও আগুয়েরো নেই আর্জেন্টিনা স্কোয়াডে। এর বাইরে পুরো দলটাই পাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। তবে করোনায় ধুঁকছে ভেনিজুয়েলা।
সেরা টিভি/আকিব