সেপ্টেম্বরের মাঝামাঝি খুলছে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সেপ্টেম্বরের মাঝামাঝি খুলছে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

সেপ্টেম্বরের মাঝামাঝি খুলছে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

১৩ই সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হবে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ। তবে প্রস্তুতির জন্য দু’ একদিন দেরি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। পর্যায়ক্রমে মেডিক্যাল কলেজের ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস চালু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীর সংখ্যা দেড় লাখ। দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের অধিকাংশকেই ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আগামীতে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মন্ত্রী জানান, প্রতি মাসে ২ কোটি করে, কয়েকমাসে মোট ৬ কোটি ভ্যাকসিন আসবে। গত ১০ থেকে ১৫ দিনে সাড়ে ১৬ কোটি টিকা কেনার চাহিদা পত্র দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সব টিকা চলে আসবে বলেও জানান জাহিদ মালেক। বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360