স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই হামলার ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন পুলিশের প্রধান রবার্ট কন্তে জানান, সন্দেহভাজনরা গাড়িতে করে রাস্তার পাশে থাকা লোকদের উপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হামলার কারণ অনুসন্ধানে কাজ চলছে। হামরাকারীদের খোঁজ পেতে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
সেরা টিভি/আকিব