স্পোর্টস ডেস্ক:
জয়ের ধারায় থাকা টাইগারদের থামাল ব্লাক ক্যাপসরা। শুধু থামিয়েই থেমে থাকেনি সফরকারীরা, দিয়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা। তবে তৃতীয় ম্যাচে এমন হার মেনে নিতে পারছেন না কোচ রাসেল ডোমিঙ্গো। টি–টোয়েন্টি খেলা এমন মানলেও ঘরের মাঠে টাইগারদের এই অবস্থা হতাশ করেছে তাকে।
মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অবশ্য দুর্দান্ত জয়ের ছন্দে ছিল টাইগাররা। প্রথম দুটি ম্যাচ জিতে তারা আশা জাগিয়েছিলে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের উদযাপনে মাতার। তবে সেটাকে আক্ষেপে রুপ দিয়ে অপেক্ষা বাড়াল মাহমুদউল্লাহরা। কিন্তু এমন হারের দায় নিজেদের কাঁধে নিয়ে জয়ের পুরো কৃতিত্ব দিলেন কিউইদের।
আজ ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় ডোমিঙ্গো বলেন, ‘আজ নিউজিল্যান্ড দুর্দান্ত খেলেছে। এই সংস্করণটার ব্যাপারটাই এমন। নিউজিল্যান্ডকে পুরো কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি হতাশ, তবে টি–টোয়েন্টি খেলাটাই এমন।’
সিরিজ জিততে বাংলাদেশের সামনে ছিল ১২৯ রানের টার্গেট। তবে সেটা পার করতে গিয়ে উল্টো ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল টাইগাররা। দলীয় পঞ্চাশ করার আগেই হারিয়েছিল ৬ উইকেট–আর গুটিয়ে যান মাত্র ৭৬ রানে। তবে এমন বাজে ব্যাটিংয়ের পরও তাতে দেখছেন না বাংলাদেশ কোচ।
‘ব্যাটিংয়ের ধরনে কোনো সমস্যা ছিল বলে আমার মনে হয় না। আমরা রান রেটে এগিয়ে থাকতে চেয়েছি–কারণ রান রেটে পেছনে পড়লে পরে পোষানো কঠিন। আমরা তাই চেয়েছি ভালোভাবে ও ইতিবাচকভাবে শুরু করতে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে কিছু উইকেট হারিয়েছি এবং পরে গুচ্ছভাবে উইকেট হারিয়েছি। এখানে নতুন ব্যাটসম্যানের জন্য ক্রিজে গিয়েই শট খেলা কঠিন। সেটাই ছিল সমস্যা।’
আজ তৃতীয় ম্যাচে কিপিংয়ে মুশফিকুর রহিমের পরিবর্তে ছিলেন সোহান। কিন্তু দুই ম্যাচ পর কিপার পরিবর্তনের কথা বলা থাকলেও ম্যাচে কেন মুশফিকের বদলে নুরুল?– কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘একটু বদল এসেছে। শুরুতে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে টি–টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।’
সেরা টিভি/আকিব