স্টাফ রিপোর্টার:
দেশের আর্থিক খাতের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কানাডায় পালাতক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অন্যতম সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাই ও ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক)।
রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুদকের পক্ষ থেকে আদালতে তাদের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে মানি লন্ডারিংয়ের মামলা গ্রেপ্তার করা হয়েছিলো। তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বিদেশে টাকা পাচার করেছেন। এরমধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ভুয়া ঋণের মাধ্যমে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করার কথা তারা স্বীকার করেছেন।
ইন্টারন্যাশনাল লিজিং-এর অর্থ আত্মসাতে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৮ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব।
এছাড়া আরও দশটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণপত্র দেখিয়ে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কানাডা পলাতক পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে দুদক ১০টি মামলা দায়ের করে চলতি বছরের মার্চে।
দুদকের অনুমোদিত ওই ১০ মামলা থেকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে ছয়টি মামলা রজু করা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক এমডি মো. রাশেদুল হক, বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেনকে আসামি করা হয় এসব মামলায়।
আর্থিক খাতে অনিয়মের অভিযোগে পিকে হালদারে সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইকে চলতি বছরে ১৬ মার্চ দুদকের একটি টিম সেগুন বাগিচা থেকে গ্রেপ্তার করে। আর ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষকে একই অভিযোগে ২২ মার্চ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। এরপর ওই দিনই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য দুদক আবেদন জানালে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সেরা টিভি/আকিব