ইন্টারন্যাশনাল ডেস্ক:
নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দেশটির ব্রেওয়েরি এলাকায় প্রচারণা শেষে গাড়িতে ফিরে আসার সময় বিক্ষোভকারীরা ছোট ছোট পাথর ছুঁড়ে আক্রমণ করে তার ওপর। তবে, তিনি আহত হননি বলে জানানো হয়েছে।
সরকারে নিজ দলের সমর্থন বাড়াতে গেল মাসেই দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ট্রুডো। কিন্তু নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই টিকাগ্রহণ বিষয়ক নীতিমালার জন্য বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন তিনি। বিক্ষোভের কারণে এক সপ্তাহ আগেই আরেকটি নির্বাচনি প্রচারণা বাতিল করা হয়েছিল।
তবে, ট্রুডোর ওপর এ ধরনের হামলার সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা।
সেরা টিভি/আকিব