স্টাফ রিপোর্টার:
পুলিশ মহাপরিদর্শকের নাম ও পদবী ব্যবহার করে ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের একটি বিশেষ দল গত সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফ মাইনুদ্দিন নামের ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আরিফ ম্যারেজ ডট কম নামের একটি কোম্পানির আড়ালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নাম, ছবি ও পদবী ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, ট্রুকলার, আইকন, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি বিভিন্ন দপ্তর, বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি হিসাবে পরিচয় দিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করতেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
সেরা টিভি/আকিব