স্টাফ রিপোর্টার:
আফগানিস্তানে ক্ষমতার দখলে নেওয়া তালেবান নতুন সরকার গঠন করেছে। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অ্যাক্টিং সরকারের সদস্যদের নাম ঘোষণা দিয়েছেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিরাজউদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অবস্থান করছেন। যার মাথার দাম ৫০ লাখ ডলার (সাড়ে ৪২ কোটি টাকার বেশি) ধরা আছে সেখানে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের ঘোষিত সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যে কয়টি নাম আছে তাতে হাক্কানি নেটওয়ার্কও আছে। সংগঠনটির সঙ্গে আল কায়দার যোগসাজশ রয়েছে। হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় আছে। আজ মঙ্গলবারও তার নাম সেখানে দেখা গেছে। তাতে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ৬জন মার্কিনিকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। এছাড়া ওই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে।
হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতারের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার মিলবে বলে ঘোষণা দেওয়া আছে এফবিআইর ওয়েবসাইটে।
সেরা টিভি/আকিব