কেমন আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে? - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কেমন আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে? - Shera TV
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

কেমন আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে?

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক:

তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বৃহদান্তের টিউমার অপসারণে সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্তমানে পেলে সুস্থ আছেন।

অস্ত্রোপচারের বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার টিউমার অপসারণের অস্ত্রোপচার হয় তার। তার অসুস্থতায় শুভকামনা জানিয়ে বার্তা পাঠানোর জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে কয়েক দিন আগে জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এরপর হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে পেলের গুরুতর কিছু হয়নি বলে জানান পেলের বিজনেস ম্যানেজার জো ফ্রাগা। কিন্তু এই অসুস্থতার খবরে চিন্তায় পড়ে যান তার ভক্ত-অনুসারীরা।

তবে সফল অস্ত্রোপচারের পর সে চিন্তা কেটে গেছে। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সুসংবাদ দিয়েছেন পেলে। ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‌সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেয়ার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন বেশ ভালো বোধ করছি। আমার ডাক্তারদের ধন্যবাদ জানাই, আমার প্রতি খেয়াল রাখার জন্য। গত শনিবার টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়।‌

২০১২ সালে কোমরে অস্ত্রোপচারের পর থেকেই তার চলাচলে কিছুটা সমস্যার মুখে পড়েছেন তিনি। এরপর থেকে যতবারই জনসম্মুখে এসেছেন, হয় ক্রাচে ভর করে, কিংবা হুইল চেয়ারে দেখা গেছে তাকে। শেষ কয়েক বছরে কিডনি ও প্রোস্টেটের কারণেও বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে তাকে।

পেলে, একমাত্র পুরুষ খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন, তার ২০১২ সালে হিপ ট্রান্সপ্লান্ট হয়েছিল, তার পরে হাঁটতে সমস্যা হয়। সম্প্রতি তার কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল। এখন কলোনার অপারেশন সফল ভাবে হয়েছে তার।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360