অনলাইন ডেস্ক:
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন ফেনীর ছাগলনাইয়ার ছেলে সাফায়েত উল্যাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এই শিক্ষার্থী গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন।
গত ৩ সেপ্টেম্বর চাকরির নিয়োগপত্র দেওয়া হয় তাকে। চলতি বছরের ডিসেম্বরে গুগল পিক্সেল টিমে যোগ দেবেন তিনি।
ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের আমান উদ্দিন ভূঁইয়া ম্যানেজার বাড়ির মৃত সলিমুল্লাহর ছেলে সাফায়েত। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি। ২০১২ সালে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাবিতে। তিনি ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০১৪-১৫ সেশনের (২১তম ব্যাচ) শিক্ষার্থী।
পড়াশোনা শেষ করে বর্তমানে ইনোসিস সল্যুশনস নামে ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তিনি।
সেরা টিভি/আকিব