যেভাবে উদ্ধার হল আটকে পড়া ৮ পর্যটক - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যেভাবে উদ্ধার হল আটকে পড়া ৮ পর্যটক - Shera TV
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

যেভাবে উদ্ধার হল আটকে পড়া ৮ পর্যটক

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন রাঙামাটির কাপ্তাই লেকে নৌকা নিয়ে আটকে পড়া আটজন পর্যটক। মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুন্ড থেকে পর্যটক এস.এম. রিয়াদ জিলানী সহ আট জনের একটি দল সকালে রাঙামাটি ভ্রমণে আসেন। শুরুতে রাঙামাটিতে এসে সদর থেকে বোট ভাড়া করে শুভলং ঝরণা উদ্দেশ্য রওনা করেন। কাপ্তাই লেকের শুভলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য দুপুর ১২ টায় শুভলং থেকে সদরের উদ্দেশ্য রওনা করেন পর্যটকরা।

কিন্তু পথেই কাপ্তাই লেকের কচুরিপানায় পর্যটকদের নৌকায় আটকে যায়। একপর্যায়ে বোটের পাখা নষ্ট হয়ে যায়। এরপর দুপুর ১২.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত কচুরিপানা পরিষ্কার করে নিজেদের উদ্ধারে চেষ্টা করে পর্যটক দল। দীর্ঘ ভ্রমণ করে রাঙ্গামাটিতে এসে সারাদিন কিছু না খাওয়ার ফলে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পরে দলটি।

উপায়ন্তর না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দেন পর্যটকদের একজন। ফোন পেয়ে পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনের নির্দেশনায় তাদের উদ্ধার করা হয়। উদ্বার হওয়া পর্যটক এস.এম. রিয়াদ জিলানী বলেন, “চারদিকে যখন ঘোর অন্ধকার দেখতে ছিলাম তখনই আলোর পথ দেখিয়ে নিজেদের নতুন জীবন দান করলো পুলিশ। রাঙামাটি জেলা পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360