স্টাফ রিপোর্টার:
উপকূলে বিপদে পড়া ১২৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার পথে দুটি অভিবাসীদের নৌকা ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী ঝড়ের মুখে পড়ে। তখন ডুবন্ত নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঝড়ে অভিবাসনপ্রত্যাশীরা ছোট্ট একটি দ্বীপের মতো জায়গায় আটকে পড়েন এবং একটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে শুরু করে। পরে ইতালির কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।
এক বিবৃতিতে ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে, ডুবন্ত নৌকা থেকে উদ্ধারকৃতদের ৪৯ নারী ও ২০ শিশু রয়েছে। তবে এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়। তারা সবাই মানসিক ট্রমায় ভুগলেও শারীরিকভাবে সুস্থ ছিলেন।
সেরা টিভি/তানহা