৪ ভার্সনে আসছে আইফোন ১৩! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
৪ ভার্সনে আসছে আইফোন ১৩! - Shera TV
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

৪ ভার্সনে আসছে আইফোন ১৩!

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

সেরা টেক ডেস্ক:

ব্যবহারকারীদের বহুল প্রতীক্ষিত অ্যাপল আইফোন ১৩ বাজারে আসছে। এতে থাকতে পারে সিমকার্ড ছাড়াই কথা বলার সুবিধা। আর একদিন পরই অর্থাৎ, ১৪ সেপ্টেম্বর ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ আয়োজনের মধ্য দিয়ে নতুন আইফোন ১৩ আনতে পারে অ্যাপল। এরই মধ্যে দাম নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। এদিকে আইফোন ১৩-এর দাম নিয়ে বিভিন্ন তথ্যও সামনে এসেছে।

নতুন এ সিরিজ লাইনআপে থাকতে পারে চারটি ফোন আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। তার আগেই প্রকাশ্যে এলো ফোনগুলোর দাম ও ফিচার।

অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করছে, আইফোন ১৩-এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। ১৩ প্রো ম্যাক্সের দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার। ১৩ মিনি-এর দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে যে আইফোন ১৩ আসতে চলেছে সেটির মূল্য বাড়ানো হয়েছে। কারণ হিসাবে আইফোন ১৩ উৎপাদনে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। আইফোনের নতুন এ পরিবর্তন প্রতিটি মডেলের ক্ষেত্রেই রূপান্তরযোগ্য।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360