স্টাফ রিপোর্টার:
অপেক্ষায় থেকে থেকে শিক্ষার্থীদের কেটে গেছে ৫৪৩টি সকাল। কবে খুলবে স্কুল-কলেজ এ প্রশ্ন ছিল অভিভাবক আর সাধারণ মানুষের। করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান টানা দেড় বছর পর আজ খুলছে। মহামারিতে শিক্ষার্থীরা অনলাইনে পাঠ কার্যক্রমে যুক্ত থাকলেও শ্রেণিকক্ষে ছিল তালা। দেড় বছর পর শ্রেণিকক্ষ আবার সরব হবে শিক্ষার্থীদের পদচারণায়। স্কুল-কলেজ খুললেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
বিদ্যালয়ে প্রথম ভর্তি হওয়াদের কারও কারও আজ হবে প্রথম স্কুলে যাওয়ার অভিজ্ঞতা। দীর্ঘ বিরতির পর করোনা ঝুঁকির মধ্যেই খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান।
সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে হবে পাঠদান। কোথায়, কীভাবে ক্লাস হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় কি ব্যবস্থা নিতে হবে তার বিস্তারিত নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে আগেই পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। প্রতিষ্ঠানগুলোও নিয়েছে প্রস্তুতি। গতকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে শেষ সময়ের প্রস্তুতি নিতে। দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারার আনন্দ শিক্ষার্থীদের মাঝেও। তারাও প্রস্তুতি নিয়েছে মহামারিকালে প্রথম পাঠ গ্রহণের দিনটি উদ্যাপনে। শিক্ষা মন্ত্রণালয়ের তরফে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সামনে সংক্রমণ বাড়ার মতো পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেয়া হতে পারে।
উল্লেখ্য করোনা সংক্রমণ শুরু হলে গত বছরের ১৭ই মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। মাঝে সংক্রমণ পরিস্থিতির উন্ননি হলে সরকারি বিধিনিষেধ শিথিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধই থাকে। সম্প্রতি করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। যদিও সরকারি এ সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের তরফেও কর্মসূচি পালন করা হয়।
সেরা টিভি/আকিব