অনলাইন ডেস্ক:
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭৫ কোটি মূল্যের গোলাপি রঙের একটি হীরা অস্ত্রোপচার করে কপালে বসিয়েছিলেন আমেরিকার র্যাপার লিল উজি ভার্ট। কিন্তু এই আজব শখের বিরাট মূল্য দিতে হলো তাকে। সম্প্রতি পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- কপাল কেটে হীরা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন লিল উজি ভার্ট।
মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন র্যাপার লিল উজি ভার্ট। শো করার সময় দর্শকদের মাঝে নেমে আসেন তিনি। তখনই অনুরাগীরা তাকে ঘিরে ধরেন। এ সময়েই তাদের মধ্যে কেউ তার কপাল থেকে হীরা চুরি করে নিয়েছেন বলে অভিযোগ মার্কিন এই র্যাপারের।
মার্কিন এই র্যাপারের কথায়, মূল্যবান এই হীরা যেনো কেউ চুরি করতে না পরে সেই জন্যই কপালে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন তিনি। ২০১৭ সালের জানুয়ারিতে ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে ১৭৫ কোটি মূল্যের গোলাপি রঙের এই হীরাটি কিনেছিলেন মার্কিন এই র্যাপার। এর বিমাও করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি।
সেরা টিভি/আকিব